জেলা

মুর্শিদাবাদে চিন্তা বাড়াচ্ছে করোনা, জেলায় এখনও পর্যন্ত COVID-19 পজিটিভ ৯২ জন !

রাজেন্দ্র নাথ দত্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদে চিন্তা বাড়াচ্ছে করোনা। রবিবার সকাল পর্যন্ত মুর্শিদাবাদে করোনা আক্রান্ত ৯২ ।আজ কে খড়গ্রাম থানার ঝিল্লী পঞ্চায়েতে ২ জন এবং ইন্দ্রাণী পঞ্চায়েতে ৪ জন এরা সবাই মহারাষ্ট্র থেকে ফিরেছিল । ৬ জনকে আনা হচ্ছে বহরমপু্রে করোনা হাসপাতালে। এঁদের মধ্যে বেশির ভাগই পরিযায়ী শ্রমিক। তাহলে কি ভিনরাজ্য ফেরতদের থেকেই সংক্রমণ ছড়াচ্ছে? বাংলার উপর দিয়ে আমফানের ঝড় বয়ে গিয়েছে। করোনা কিন্তু পিছু ছাড়েনি। জেলাতেও ছড়াছে করোনা সংক্রমণ।

মুর্শিদাবাদেও চিন্তা বাড়াচ্ছে করোনা। এখানেই প্রশ্ন, তাহলে কি ভিনরাজ্য থেকেই মুর্শিদাবাদে করোনা ছড়াচ্ছে ? অভিযোগ, ভরতপুর, বড়ঞা, নবগ্রাম, শক্তিপুর, সুতি, ডোমকল,লালগোলা,লালবাগ, ভগবানগোলা, সাগরদিঘিতে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা ফেরার পর যেখানে সেখানে ঘুরছেন ৷ অনেকেরই স্বাস্থ্য পরীক্ষা না হওয়ারও অভিযোগ উঠছে ৷ বহরমপুরে মাতৃ সদন হাসপাতাল টিকে কোভিড হাসপাতাল করা হয়। বহরমপুরে কোভিড হাসপাতালে আগে ৬০ বেড ছিল ৷ এখন বহরমপুরে কোভিড হাসপাতালে বেড সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে ৷

মুর্শিদাবাদে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সরকারিভাবে কোয়ারেন্টাইনে রাখার দাবি উঠছে বারবার। জেলা স্বাস্থ্য দফতর এই নিয়ে মুখ খোলেনি। আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে।

Loading

Leave a Reply