রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে সাতটি চোরাই টোটো সহ গ্রেফতার এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত্রে সাগরদিঘী থানার পুলিশ আনসারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে সাতটি টোটো উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা যায় বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যাত্রী সেজে রাত্রে বেলায় টোটো তে চেপে ফাঁকা জায়গা দেখে টোটো চালককে ভয় দেখিয়ে টোটো ছিনতাই করতো। এই ধরনের ঘটনায় সাগরদীঘি সহ জেলার বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের করে টোটো চালকেরা।
সাগরদীঘি থানার পুলিশ তদন্তে নেমে সাগরদিঘী চারগাছি এলাকা থেকে সেলিম চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে পাঁচটি চোরাই টোটো উদ্ধার হয়। তদন্তের সার্থে সেলিম চৌধুরীকে জঙ্গীপুর মহকুমা আদালতের কাছে থেকে পুলিশি হেফাজতের আবেদন করে পুলিশি হেফাজতে নেয় সাগরদিঘী থানার পুলিশ । ধৃত সেলিম চৌধুরী কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত্রে সাগরদীঘির জগদল থেকে আনসারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে আরও সাতটি চোরাই টোটো উদ্ধার হয়। এখন পর্যন্ত সাগরদিঘী থানার পুলিশ এই ঘটনার তদন্তে মোট দুজনকে গ্রেপ্তার করে বারোটি টোটো উদ্ধার করে। শুক্রবার ধৃতকে আদালতে পাঠায়।