রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার খড়গ্ৰাম ব্লকের বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলের শুভ সূচনা হলো রবিবার বিকেলে।
বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়পুর জুনিয়র হাইস্কুলের মোড় থেকে শুরু করে কেশবপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয় এবং রায়পুর জুনিয়র হাইস্কুলের মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হই। এই মিছিলে গ্রামের সমস্ত কৃষক মিছিলে পা মেলান । উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি (পূর্ব) সুনিল কোনাই, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যারা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।