শ্যামলেন্দু গোস্বামী :- ২ মাস আগে মেয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। হারানো মেয়ের জন্য সঞ্চিত অর্থ ও গয়না দেখে ক্রমেই কাঁদতে থাকেন। স্ত্রী মঞ্জুলা প্রস্তাব দেয়, মেয়ের জন্য সঞ্চিত টাকা গরিবদের মধ্যে বিতরণ করলে কেমন হয় ? আর করোনার এই সংকটজনক মুহূর্তে মানুষের পাশে দাঁড়ালেন দম্পতি। হারানো মেয়ের যন্ত্রণা এভাবে ভোলার চেষ্টা করলেন দম্পতি।
জানা গেছে জব্বলপুরের মদনমোহন এলাকার বাসিন্দা দ্বারকা মিশ্রর জীবনে দুটি সঙ্কল্প ৷ এক তিনি মেয়ে শৌর্যা মিশ্রকে চিকিৎসক করতে চেয়ে জীবনে এক লম্বা লড়াই করেছেন ৷ দুই জাঁকজমকপূর্ণ মেয়ের বিয়ে ৷ এই দুই স্বপ্নকে সামনে রেখেই তিনি লড়াই করেছেন ৷ তিনি এতখানিই টাকা পয়সা জমিয়ছেন যে তা দিয়ে দেখা দুটি স্বপ্নই পূরণ করতে পারেন ৷ তাঁর মেয়ের বয়স ২২ এখন ৷ বায়োটেক নিয়ে পাশ করে এবার তাঁর চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ার কথা ৷ দ্বারকা মিশ্রের মৃতা মেয়ে শৌর্যা মিশ্র ৷ দ্বারকা মিশ্রের মৃতা মেয়ে শৌর্যা মিশ্র ৷
কম সময়েই বাবা দ্বারকা মিশ্রের প্রথম স্বপ্নপূরণ হয়েছে ৷ তার পরবর্তী স্বপ্ন ঠিক যখন পূরণের পথে ঠিক তখনই প্রকৃতির নির্মম পরিহাস ৷ এরই মাঝে একদিন শৌর্যার শরীর খারাপ হওয়াতে চিকিৎসক দেখাতে চিকিৎসক পরিষ্কার বলে দিয়েছিলেন তাঁর মেয়ে এখন মাত্র কিছুদিনের অতিথি ৷ এই কথা শুনে যেন পায়ের নীচ থকে মাটি সরে গিয়েছে দ্বারকা মিশ্রের ৷ নিজের জীবনের সমস্ত সঞ্চয় দিয়েও মেয়েকে বাঁচাতে ব্যর্থ হন ৷
তাই মেয়ের সঞ্চিত টাকা খামে ভরে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজই স্ত্রীর সঙ্গে করে যাচ্ছেন দ্বারকা মিশ্র ৷ অনেকে বলছেন, তিনি নিজের স্বপ্নপূরণের স্বাদ ফিরে পাবেন৷ মেয়ের আত্মাও শান্তি পাবে।