চলতি মাসের ৪, ৭,৮,১৩,১৭, এবং ২০ জানুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত হবে কাউন্সিল অফ মিনিস্টারদের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকগুলোতে নিজের নিজের মন্ত্রকের তরফে কাজের খতিয়ান পেশ করবেন বিভিন্ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী। সকাল থেকে শুরু হয়ে এই বৈঠকগুলি সন্ধ্যা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। মৌখিক বক্তব্যের পাশাপাশি বৈঠকের ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরতে পারবেন মন্ত্রীরা। কোন কোন জায়গায় সমস্যা রয়েছে বা কোথায় পরিবর্তন আনতে হবে নিজের মন্ত্রিসভার সতীর্থদের পেশ করা তথ্য অনুযায়ী তা ধরিয়ে দেওয়ার কাজ করবেন মোদি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত বিভিন্ন জনহিতকর প্রকল্পের কাজ এক একটি মন্ত্রক কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা হাতে-কলমে বুঝিয়ে দিতে হবে প্রধানমন্ত্রীকে।
তাঁকে সাহায্য করার জন্য উপস্থিত থাকবেন তাঁর দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বিষয়ে একটি মন্ত্রকের সঙ্গে অন্য মন্ত্রকের সমন্বয় প্রয়োজন রয়েছে। সেগুলি যুক্ত করে দেবেন আদিকারিকরা। পরবর্তীকালে মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধনের কাজ করবে প্রধানমন্ত্রীর দপ্তর। তাই বলা যায় নতুন বছরে পরিবার নিয়ে সামান্য একটু ঘুরতে যাওয়ার সময় নেই মোদীর সরকারের প্রভাবশালী মন্ত্রীদের। রীতিমতো তার মন্ত্রিসভার সদস্যদের এবার পরীক্ষা নিতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।