দেশ বিশ্ব

মোদির দেশে আক্রান্তে লক্ষ ছুঁয়েছে, ট্রাম্পের দেশ মৃত্যুতে লক্ষ ছুঁতে চলেছে।

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা যখন লক্ষ্য ছুঁইছুঁই, তখনই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একপ্রকার বন্ধু দেশ বলে পরিচিত ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাতে মৃত্যুর সংখ্যা লক্ষ ছুঁতে চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তার অন্ত নেই সে দেশের সাধারণ মানুষের। কিন্তু ট্রাম্প বলছেন তিনি এই মুহূর্তে নিজেকে করোনা মুক্ত রাখতে প্রতিদিন হাইড্রোকুইনন খাচ্ছেন। হোয়াইট হাউসের চিকিৎসকরা তাকে এমনই পরামর্শ দিয়েছে।

এই মুহূর্তে বিশ্বের আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা।করোনার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫৫০২৯৪ জন আক্রান্ত । মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে উঠেছেন সেখানের ৩৫৮৩৮৩ জন।এদিকে, রাশিয়ায় ক্রমাগত বেড়েছে করোনার প্রকোপ। আমেরিকার পরেই আক্রান্তের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া।সেদেশে ২৯০৬৭৮ জনের দেহে মিলেছে করোনার চিহ্ন। মৃতের সংখ্যা ২৭২২ জন।
ভারতের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪০ জন। মারা গেছে ৩ হাজার ১৫৬ জন। সোমবার রেকর্ড ৫ হাজার ২৪২ জন আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও কিছু কিছু রাজ্য ৩১ মে’র পর লকডাউন তুলে ফেলার পরিকল্পনা করছে। কিছু কিছু রাজ্য যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ কম সেখানে মার্কেট, গণপরিবহন ও স্যালুন খেলার নির্দেশ দিয়েছে। তবে স্কুল-কলেজ, থিয়েটার ও শপিং মল বন্ধ থাকছে।

Loading

Leave a Reply