ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। এই দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর নিখোঁজ রয়েছে বহু মানুষ। তবে পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৫ লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পোর্টল্যান্ড ও ওরেগনের বাসিন্দারা ধোঁয়ার দূষণে ঢেকে যাওয়া সূর্য আর রক্তবর্ণ ধারণ করা আকাশ দেখে জেগে ওঠে। ওরেগনের সবচেয়ে জনবহুল এলাকার কাছে চলে আসা বড় দুটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে নির্বাপণ কর্মীরা। অঙ্গরাজ্যটির গভর্নর জানিয়েছেন, সেখানকার বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ওরেগনের জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক অ্যান্ডু ফেল্পস জানিয়েছেন, এই মোকাবিলার লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। আর দাবানলে ইতিমধ্যেই হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে। ওরেগনের গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন, অঙ্গরাজ্যের ৪০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও প্রায় পাঁচ লাখ মানুষকে সরিয়ে নিতে হতে পারে।