জেলা

যুদ্ধের মধ্যে আটকে পড়েছে বাঙালি পরিবার,সাইরেন বাজলে বাঙ্কারই আস্তানা

যুদ্ধ কালীন পরিস্থিতি ইজরায়েলে,সেখানেই গবেষণা করছে ছেলে বৌমা, দুশ্চিন্তায় বৃদ্ধ মা বাবা।

ইজরায়েলের হাইফা শহরে থাকেন উত্তরপাড়ার গবেষক দম্পতি।সোমোদয় হাজরা তার স্ত্রী জয়ীতা দত্ত হাজরা ও তাদের তিন বছরের মেয়ে সিন্ধুরাকে নিয়ে চিন্তিত সোমোদয়ের মা বাবা।

সোমোদয়ের বাবা প্রাক্তন অধ্যাপক উদয় শঙ্কর হাজরা মা গৃহবধূ সোমা হাজরা।দু সপ্তাহ আগে ছেলের কাছ থেকে ফিরেছেন।সেসময় যুদ্ধের কিছু ছিলনা।হাইফা শহরে এখনো যুদ্ধের আঁচ লাগেনি।তবে স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে।তবে সোমোদয়দের বিশ্ববিদ্যালয় খোলা আছে।সেখানে গবেষণার কাজ চলছে। স্নায়ূ তন্ত্র বিষয়ে গবেষণা করেন স্বামী স্ত্রী।সোমোদয় ইজরায়েল থেকে ভিডিও কলে জানান,সাইরেন বাজলে বাঙ্কারে ঢুকে যেতে বলা হয়েছে।বাহাত্তর ঘন্টার জন্য জল, খাবার, পোষাক মজুত করে রাখতে বলা হয়েছে।

সোমোদয় জয়ীতা হাইফার টেকনিয়ন আইআইটি তে গবেষণা করছেন।

কালিপুজোর আগে ৯ নভেম্বর উত্তরপাড়ায় আসার টিকিট কাটা আছে ছেলে বৌমার।তার আগেই ফেরার চেষ্টা করছে তারা।

Loading

Leave a Reply