যুদ্ধ-পরিস্থিতিতে ইসরাইলে ভারতের অপারেশন অজয়। ভারত সরকার বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার ব্যাবস্থা করবে বলে জানা গিয়েছে। প্রয়োজনে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলিকেও এই কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। ইসরাইল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্যই তৈরি হয়েছে একটি টিম। যার নাম দেওয়া হয়েছে অপারেশন অজয়। তেল আভিভের ভারতীয় দূতাবাস জানিয়েছে যে তারা বৃহস্পতিবার বিশেষ বিমানের জন্য রেজিস্টার্ড ভারতীয় নাগরিকদের প্রথম দলকে ইমেল করে দিয়েছে । সেখানে ‘অন্যান্য রেজিস্টার্ড ব্যক্তিদের পরবর্তী ফ্লাইটের জন্য ইমেল করা হবে’।যেহেতু ইসরায়েল-হামাস যুদ্ধ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই সেই দেশগুলি থেকে যুদ্ধে আটকে মানুষকে বাড়িতে ফিরিয়ে আনার উপায় খুঁজছে ভারত। বিদেশমন্ত্রী বুধবার ঘোষণা করেছেন যে বৃহস্পতিবার থেকে ইজরায়েল এবং প্যালেস্টাইন থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন অজয়’ শুরু হচ্ছে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘আমাদের নাগরিকদের যারা ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক তাদের ফিরিয়ে আনার সুবিধার্থে অপারেশন অজয় চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থা রাখা হচ্ছে। বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’।
প্রথম পদক্ষেপ হিসাবে, বিদেশ মন্ত্রক বুধবার একটি ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে।কন্ট্রোল রুমের উদ্দেশ্য হল পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং তথ্য ও সহায়তা প্রদান করা। MEA দ্বারা জারি করা একটি বিবৃতি অনুসারে, নয়াদিল্লিতে কন্ট্রোল রুমের যোগাযোগের নম্বরগুলি হল: 1800118797 (টোল-ফ্রি), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905, +9199682982913 , situationroom@mea.gov.in
পাশাপাশি, তেল আভিভের ভারতীয় দূতাবাস একটি ২৪ ঘন্টার জরুরি হেল্পলাইন চালু করেছে। +972-35226748, +972-543278392, cons1.telaviv@mea.gov.in এই ঠিকানায় এগুলি অ্যাক্সেস করা যেতে পারে। দূতাবাস ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের যে লিংকের মাধ্যমে দূতাবাসের কাছে নিজেদের নিবন্ধন করতে হবে তা জানিয়েছে দূতাবাস। সেটি হল https://indembassyisrael.gov.in/whats?id=dwjwb
ইজরায়েলে প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিক বসবাস করছেন এবং কাজ করছেন অথবা পড়াশুনা করছেন। এদের মধ্যে একটি বড় অংশ নার্স হিসাবে কাজ করেন তবে প্রায় ১,০০০ শিক্ষার্থী, বেশ কিছু আইটি কর্মী এবং হিরা ব্যবসায়ীও রয়েছেন।