দেশ

যুবকের সঙ্গে মেলামেশা নিয়ে বাবা-মেয়ের বচসা, মেয়ের গুলিতে মৃত্যু বাবার

বাবা মেয়ের তর্কাতর্কি চলছিল। আর তারপরেই সেই তর্কাতর্কি চরমে ওঠায় শুরু হয়ে যায় গোলাগুলি। আর সেই গুলিতেই মৃত্যু হযল বাবার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায় মিথাউলি গ্রামে। বাবা-মেয়ের  বচসার সূত্রপাত হয় একটি যুবককে নিয়ে। স্থানীয় এক যুবকের সঙ্গে মেয়ের মেলামেশা মেনে নিতে পারেননি বাবা। আর সেই নিয়েই পরিবারের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়। জাট রেজিমেন্টে নায়েকের পদে কাজ করা প্রাক্তন সেনা কর্মী চেতারাম সিং।

ছয় বছর আগে সেনা পদে অবসর করেছেন তিনি। এরপর তিনি কিছুটা খিটখিটে প্রকৃতিরও হয়ে গিয়েছিল বলেই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ৪১ বছরের প্রাক্তন সেনাকর্মী চেতারাম সিংয়ের সাথে তর্কাতর্কি শুরু হয় তাঁর ১৭ বছরের মেয়ের। আর সেই বচসায় একদিকে থাকে বাবা, অপরদিকে থাকে পরিবারের বাকি লোকজন। ৩৮ বছরের স্ত্রী, ১৭ বছরের মেয়ে এবং ছেলে। তর্কাতর্কি বেড়ে যাওয়ার ফলে উত্তেজিত চেতারাম সিং মেয়ে এবং স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।

তাদের গায়ে গুলিও লাগে। এরপর ছেলেকে লক্ষ্য করে গুলি করলে মেয়ে ছিটকে দেয় বাবাকে। এরপর বাবার হাতের রিভলভার নিয়ে বাবাকে গুলি চালায়। তৎক্ষণাৎ মৃত্যু হয় বাবার। প্রতিবেশীরা জানিয়েছে, সেই সময় বাড়ি থেকে পরপর বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। বাড়ির ভিতর প্রবেশ করে দেখা যায় চপতারাম বাবু মাটিতে লুটিয়ে পড়েছে। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Loading

Leave a Reply