দেশ

যোগীর রাজ্যে ফের ধর্ষণ, মৃত্যু নির্যাতিতার, ব্যাপক উত্তেজনা

কয়েকদিন আগেই হাতরাস ইস্যুতে গোটা দেশজুড়ে তোলপাড় চলছে। উত্তরপ্রদেশে হাতরাসে আছে যুবতীকে নির্যাতনের ঘটনার উত্তাপ এখনও কমেনি। এরই মধ্যে ফের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল যোগীর রাজ্যে। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ে। নির্যাতিতা ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনাতেও চরম পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে পথ অবরোধ করছেন নির্যাতিতা শিশুর পরিবারের লোকজন। জানা গেছে, দিন দশেক আগে উত্তরপ্রদেশের আলিগড়ের জাতোই গ্রামে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে তার তুতো দাদা। তারপর ওই শিশুকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে কয়েক জন পুলিশ কর্মী শিশুর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অভিযোগ নিতে অস্বীকার করেন বলেও অভিযোগ। এদিন দিল্লির বেসরকারি হাসপাতালে লড়াই শেষ হয় আরো এক নির্যাতিতার। তারপরেই মৃত শিশু কন্যার পরিবারের লোকজন অভিযুক্ত যুবক ও ওই পুলিশকর্মীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধে শামিল হয়েছেন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। লাগাতার ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনায় আরো একবার মুখ পুড়ল উত্তরপ্রদেশের যোগী সরকারের।

Loading

Leave a Reply