রাজ্য

রবীন্দ্রভারতীতে বসন্তোৎসবে ‘বেলেল্লাপনা’, সমালোচনার ঝড়।

বসন্ত উৎসবে কলকাতায় রবীন্দ্রভারতীতে তরুণ-তরুণীদের চরম উৎশৃঙ্খলা আর ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যা নিয়ে মুখ পুড়ছে রবীন্দ্রভারতীর, এমনটাই বলছেন ওয়াকিবহাল মহল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চারজন তরুণী পিঠে আবির দিয়ে লেখা ইউটিউবার রোদ্দুর রায়ের বিকৃত রবীন্দ্রসংগীত ‘চাঁদ উঠেছিল গগনে’। অন্য একটিতে দেখা যাচ্ছে তিন যুবক তাদের বুকে লেখা অশ্লীল কথাও লিখে হাসচ্ছে। (ছবি-সংগৃহীত)

মুহুর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয় এই দুই ভিডিও তার ফলে চতুর্দিকে উঠেছে সমালোচনার ঝড়। বসন্তোৎসবের মতো একটি অনুষ্ঠানে কীভাবে এমন অশ্লীল কাজ করতে পারল ওই তরুণ-তরুণীরা, বিভিন্ন মহলে ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আজ বাংলা। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে সমস্ত বিষয়টি তদন্ত চলছে। সবমিলিয়ে এই ঘটনায় রবীন্দ্রভারতীর এই কর্মকাণ্ডে স্তম্ভিত সকলেই। (ছবি-সংগৃহীত)

Loading

Leave a Reply