দেশ

রাজধানীতে ভরাডুবি হলো শাসকের। ৬২-৮ আসনে হারল বিজেপি।

নানান তর্জন-গর্জন এরপর শেষ পর্যন্ত বিজেপিকে দিল্লি বিধানসভা নির্বাচনে মাত্র ৭ টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হল। নির্বাচনের আগের দিনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির চাণক্য বলে পরিচিত অমিত শাহ জানিয়েছিলেন তারা ৪৫ টি আসন নিয়ে দিল্লি দখল করছেন। অমিত শাহের কথা বিশ্বাস করে সকাল থেকেই বিজেপির সদর দপ্তরে ভিড় বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্রনাট্য বদল হতে থাকে। সকাল 12 টা নাগাদ মনে করা হয়েছিল বিজেপি ২০ টির কাছাকাছি আসন পেতে পারে। কিন্তু বেলা যত গড়াতে থাকে ততই পরিবর্তন হতে শুরু করে চিত্রনাট্য। শেষ পর্যন্ত বিজেপিকে ৭ টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হল। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে ৬২ টি আসন।

অবশ্য কংগ্রেস একেবারেই হতাশ করেছে এবার দিল্লি বিধানসভাতে খাতায় খুলতে পারেনি তারা। বিজেপির জন্য অবশ্য একটি আশার বাণী আছে তা হলো ভোট শতাংশের বিচারে কিছুটা উন্নতি হয়েছে তাদের। তবে এনপিআর,এনআরসি মত ইস্যু যে মানুষ ভালোভাবে নেয়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজধানী। একটার পর একটা বিধানসভা হাতছাড়া হচ্ছে বিজেপির। আজ সকালেই একটি পোস্টার ভাইরাল হয়। পোস্টার লেখা আছে বিজেপি হার কে ভয় পায় না। অনেকেই বলছেন বিজেপি নিজেদের হার নিশ্চিত জেনেই কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এই ধরনের পোস্ট করেছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য জয় নিশ্চিত হওয়ার পরই কর্মী-সমর্থকদের জানিয়ে দিয়েছেন কোন ভাবেই শব্দ বাজি ফাটানো যাবে না।

Loading

Leave a Reply