বিশ্ব

রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত ট্রাম্প কন্যা ইভাঙ্কার

দ্বিতীয়বার হোয়াইট হাউসের ফেরার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কর্মসূচিতে সেটা আগেই ইঙ্গিত মিলেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দ্বিতীয় ইনিংসে শামিল নাও হতে পারেন তাঁর কন্যা ইভাঙ্কা। সম্প্রতি একটি মার্কিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্টের মুখ্য উপদেষ্টা তথা আমেরিকার ফার্স্ট ডর্টার জানান, ২০২০ সালে নির্বাচনে যদি ডন যেতেন, তারপরও ইভানকা থাকবেন কিনা তা নির্ভর করবে তাঁর সন্তানদের উপর। প্রসঙ্গত ২০১৭ সাল থেকে ট্রাম প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন ট্রাম্পের মেয়ে ইভানকা। ফলে তিনি বিলক্ষণ জানেন এই মুহূর্তে তাঁর বাবার আসন অনেকটাই টলমল করছে। গত কয়েক বছরে একের পর এক বিতর্কে যেভাবে জড়িয়েছেন ট্রাম্প, তার প্রভাব আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যে পড়তে পারে তা বিলক্ষণ জানেন ইভাঙ্কা।

এই পরিস্থিতিতে যদি তিনি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসেন, সে ক্ষেত্রে তাঁর আগামী দিনের পথ একটা সুবিধাজনক হবে না। এই পরিস্থিতিতে ইভাঙ্কাকে প্রশ্ন করা হয় দ্বিতীয় দফায় তিনি বাবার ঘনিষ্ঠ আধিকারিক এর অংশ হিসেবে থাকবেন কিনা। যদিও ট্রাম্প কন্যার তরফে জবাব আসে আমার সন্তান ও তাদের ভবিষ্যৎ আমার কাছে আগে। তাদের আনন্দই আমার কাছে সবকিছুর উপরে। সেটাই থাকবে। ওদের প্রয়োজন বুঝে তবে আমি এই সিদ্ধান্ত নেব। একই সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট কন্যা দাবি করেছেন, তিনি প্রশাসনিক কাজে যোগ দিয়েছিলেন যাতে প্রান্তিক মানুষের জীবন বদলাতে পারেন। তাই তিনি বলেছেন, আমি বুঝি আসল কাজটা বোধহয় সুযোগ তৈরি করে দেওয়া। ৩৮ বছরের প্রাক্তন মডেলের মত, অনেকটা কাজ হলেও এখনও অনেক পথ চলা বাকি। তবে সে লক্ষ্যে রাজনীতির থেকেও নীতিনির্ধারণে ফলপ্রসূ ভূমিকা থাকতে পারে তাঁর, এমনটাই মনে করেন ইভাঙ্কা।

Loading

Leave a Reply