দেশ

রাজস্থানের জয়পুর ন্যাশনাল মিটে জয়ী ছাত্র ছাত্রীদের পুরস্কৃতকরা হলো

ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট। দক্ষিণ ত্রিপুরা:- বিলোনীয়ার রাধনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ বিকেল ৩ টা ৩০ মিনিট নাগাদ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নেশানাল মিটে জয়ী ৬ জনের মধ্যে পুরুষ্কার তুলে দেওয়াহয়। ত্রিপুরাথেকে মোট ১২ জন নেশানালমিটে অংশগ্রহন করেছে এর মধ্যে রাধানগর এলাকাথেকে ৫ জন ও রাজনগর থেকে ১ জন পুরুষ্কৃত হয়েছে। এদেরমধ্যে একজন একটি ব্রোঞ্চ ও দুইজন সিলভার পদক জয়লাভ করেছে। আজকে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সকলকে আজ বরন করেনেওয়াহয়। আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদে পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা সহ সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, দক্ষিন জেলার পাওয়ার লিফ্টিং এসোসিয়েশান এর সভাপতি ডাক্তার নিলয় রতন সুর, দক্ষিন জেলাপরিষদের সদস্যা সপ্না মজুমদার সহ অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে জয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়ার পর দক্ষিন জেলার পাওয়ার লিফ্টিং এসোসিয়াশান এর সভাপতি ডাক্তার নিলয় রতন সুর এর পক্ষথেকে জয়ীদের হাতে নগদ তিন হাজার টাকা তুলে দেওয়াহয়। জানাযায় এই জয়ীদের মধ্যথেকে আগামী দিনে দক্ষিন ত্রিপুরা থেকে দুইজন থাইল্যান্ডে খেলায় অংশগ্রহনকরবেন। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সম্মুখিন হয়ে বিভিষন জয়ীদের ধন্যবাদ জানান । আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহন করেন।

Loading

Leave a Reply