দেশ

রাজ্যকমিটির প্রাক্তন সদস্য শ্রমিকনেতা প্রয়াত মদন দাসের স্মরন সভা

ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট। দক্ষিণ ত্রিপুরা:-
ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট। বিলোনীয়া টাউনহলে অনুষ্ঠিত হয় সি পি আই এম এর রাজ্যকমিটির প্রাক্তন সদস্য শ্রমিকনেতা প্রয়াত মদন দাসের স্মরন সভা।

আজ দুপুর ২ টায় বিলোনীয়া টাউন হলঘরে এই স্মরন সভা অনুষ্ঠিতহয়। গত ২৬ শে ডিসেম্বর আগরতলার ক্যান্সার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সি পি আই এম এর রাজ্যকমিটির প্রাক্তন সদস্য তথা শ্রমিক নেতা মদন দাস। ওনার স্মৃতির উদ্দেশ্যে আজ বিলোনীয়া টাউন হলে অনুষ্ঠিত হয় স্মরন সভা। সি পি আই এম কতৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সি পি আই এম এর পার্টি সম্পাদক গৌতম দাস, পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ন কর, শান্তির বাজার জি এম পি কমিটির সম্পাদক পরিক্ষিত মুড়াসিং, দক্ষিন জেলার সম্পাদক বাসুদেব মজুমদার, সি আই টি ইউ রাজ্য সম্পাদক শঙ্কর দত্ত, বিলোনীয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ। আজকের অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা প্রয়াত মদন দাসের স্মৃতির রোমন্থন ও সি পি আই এম এর জন্য ওনার অবদান সম্পর্কে সকলকে জানানদেন। বিলোনীয়া টাউনহলে অনুষ্ঠিত হয় সি পি আই এম এর রাজ্যকমিটির প্রাক্তন সদস্য শ্রমিকনেতা প্রয়াত মদন দাসের স্মরন সভা।

Loading

Leave a Reply