রাজ্য

রাজ্যে আর কোনও পিছিয়ে পড়া গ্রাম থাকবে না, উদ্যোগী সরকার

সময় মাত্র দুমাস। তারমধ্যেই বাংলায় আর কোনও অনুন্নত গ্রাম থাকবে না। সমস্ত গ্রামেই লাগবে উন্নয়নের ছোঁয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার উন্নয়নে আরও জোর দিতে চলেছে গ্রামোন্নয়ম দপ্তর। ২ মাসের মধ্যেই কাজ শেষ করার টার্গেট নিয়েছে দপ্তর। জানা গিয়েছে রাজ্যে মোট ৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে ২০ শতাংশ পঞ্চায়েতে এখনও উন্নয়নের আলো পৌঁছায়নি। গ্রাম পঞ্চায়েতের সংখ্যাটা প্রায় ৪৪৬। এবার ওইসব গ্রাম আর পিছিয়ে পড়া থাকবে না।

জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে গ্রামোন্নয়নের কাজ করা হয়। এর জন্য প্রতিটি পঞ্চায়েত বছরে ২ কোটি টাকা করে পায়। কিন্তু দেখা যাচ্ছে বেশকিছু পঞ্চায়েত রয়েছে যারা ওই পরিমাণ টাকার কাজ করতে পারেনি। এবার সেই বিষয়টি দেখা হবে। উন্নয়নের রূপরেখা তৈরির জন্য প্রতি পঞ্চায়েতে ৪ জনের মনিটরিং টিম করা হয়েছে। এবার পিছিয়ে পড়া গ্রামগুলির রাস্তা, পানীয় জল সহ সমস্ত সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। দুমাসের মধ্যেই সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Loading

Leave a Reply