ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। পশ্চিমবঙ্গের একই অবস্থা চলছে। রাজ্যে ফের আক্রান্ত রোগীর মৃত্যু হল। মৃত মধ্যবয়সি ওই মহিলা হাওড়ার সালকিয়ার বাসিন্দা। তবে ঐ রোগীর মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠেছে হাওড়া হাসপাতালের বিরুদ্ধে। ওই রোগীকে নাকি বেশ কয়েকঘণ্টা জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন হাসপাতালে নার্সরা। এই ঘটনায় রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন তাঁরা।
তাঁরা নিজেদের নিরাপত্তার স্বার্থে কোয়ারেন্টাইনে থাকার দাবি করেছেন। ওই রোগীকে আইসোলেশনে রাখা হয়নি বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি। এদিকে বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৬ জন। ভারতবর্ষের রোজই মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। তাই এই মুহূর্তে একটাই উপায় বাড়ির বাইরে বের না হওয়া। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরলে। সেরাজ্যে আক্রান্তের সংখ্যা ২৩৪। তবে যেভাবে এদেশে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে চিন্তা বাড়ছে সরকারের। এই পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় মন্ত্রী গোষ্ঠী ঘটনা নিয়ে বৈঠকে বসতে চলেছেন।