রাজ্য

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে ফেসবুকে পোস্ট, এফআইআর দায়ের সুজন চক্রবর্তীর বিরুদ্ধে।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এবং করোনার কারণে মৃত্যুর সংখ্যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সঙ্গে বিরোধীদের ঠক্কর লেগেই আছে। রাজ্য সরকার যে সংখ্যা প্রকাশ করছে তার সাথে কেন্দ্রের প্রকাশিত তালিকার কোন মিলই নেই। যদিও মৃত্যুর সংখ্যার দিক থেকে কেন্দ্র এবং রাজ্য দুজনের প্রকাশ করা তালিকাত একই। বামেরা প্রথম থেকেই বলে আসছে মৃত্যুর সংখ্যা নিয়েও রাজ্য সরকার লুকোচুরি শুরু করেছে। বাম পরিষদ নেতা সুজন চক্রবর্তী একাধিকবার এই অভিযোগ করেছেন। কয়েকদিন আগেই তিনি রাজ্য সরকারের দেওয়া তালিকা যে ভুল তা প্রমাণ করতে নিজে থেকে একটি তালিকা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। গতকাল আবার একটি নতুন করে তালিকা প্রকাশ করেছেন। তাতে তিনি দাবি করেছেন রাজ্য সরকারের দেখানো মৃত্যু থেকে অনেকটাই বেশি রাজ্যে মৃত্যুর সংখ্যা।



বামেদের মুখপাত্র বলে পরিচিত গনশক্তি ও একইরকম দাবি করে আসছে। এবার এর বিরুদ্ধে অর্থাৎ সুজন চক্রবর্তীর এই ধরনের পোস্ট এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। জগতবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডু স্থানীয় থানায় সুজনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।তাঁর অভিযোগ, সুজন চক্রবর্তী কিছুদিন আগে তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে ফেসবুকে করোনায় মৃতের সংখ্যা নিয়ে একটি তালিকা পোস্ট করেছিলেন। তাতে তিনি মৃতের সংখ্যা ৭ বলে উল্লেখ করেছিলেন। তালিকায় নাম ছিল জগতবল্লভপুরের এক মহিলার।রঞ্জন কুণ্ডুর দাবি, ওই মহিলার মৃত্যু গোলাবাড়ি থানার কাছে আইএলএস হাসপাতালে হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হৃদরোগে আক্রান্ত হয়ে বলে রয়েছে। তাঁর অভিযোগ, সুজনবাবু ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।তাই তিনি এফআইআর করেছেন।




সুজন চক্রবর্তী বলেন, “কে অভিযোগ করেছেন, আমি জানি না। দেশের লোক জানে কী হচ্ছে, তথ্য গোপন করলে আমাদের রাজ্যের বিপদ হচ্ছে, রাজ্যের বদনাম হচ্ছে। ” সুজন চক্রবর্তীর বিরুদ্ধে f.i.r. হওয়ার ফলে বিষয়টি অন্যদিকে মোড় নিল বলেই মনে করা হচ্ছে। আবার অনেকে বলছেন এবার রাজ্যে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা নিয়ে আরও সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে বামেদের।


Loading

Leave a Reply