রাজ্যে বিজেপি সরকার হলে পুরুলিয়ার এসপিকে মুরগা বানিয়ে দেওয়া হবে। অনেক আধিকারিকের তালিকা তৈরি হয়েছে মুরগা বানানোর জন্য৷ এভাবেই পুলিশকে কুৎসিত আক্রমণ করলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। একই সঙ্গে শুক্রবার পুরুলিয়ার ঝালদায় দলীয় কর্মসূচি থেকে তিনি বলেন, বিজেপি কর্মীরা কেউ চুড়ি পরে বসে নেই। সেরকম হলে ‘ইট সে ইট বাজা দেঙ্গে। দলের কর্মসূচিতে উপস্থিত থাকা বিজেপির সংসদ সদস্য অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন।
কৈলাস বিজয়বর্গীয় বলেন, পুরুলিয়ার এসপি তো আগে ভাইপোর লোকসভা এলাকাতেই ছিলেন। ওখানে অনেক গড়বড় করেছেন। আমি বলে যাচ্ছি, আমাদের সরকার এলে এসপিকে মুরগা বানিয়ে দেওয়া হবে। আধিকারিকরা যদি ভারতের সংবিধানের পরিবর্তে মমতাজির সংবিধান মেনে চলেন, তাহলে শুনুন আমরা অনেক অফিসারের তালিকা বানিয়েছি মুরগা বানানোর জন্য। আপনার নামও সেই তালিকায় লেখা হবে। বিজেপি সরকার হলে যে আধিকারিকরা চামচাগিরি করেছেন এবং দুর্নীতি করেছেন তাদের শোলে সিনেমার ডায়লগ বলে যাচ্ছি, অব তেরা কেয়া হো গা’। তিনি বলেন, আমরা ভদ্রতার সঙ্গে কাজ করি। কিন্তু নিয়ম ভাঙতেও জানি।