ক্রমশ কি আমরা যুদ্ধটা হেরে যাচ্ছি! দেশে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। চতুর্থ দফা লকডাউন এর পথে দেশ। অথচ করোনা আক্রান্তের সংখ্যা কমার কোন লক্ষনই নেই। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোজ নতুন করে তৈরি হচ্ছে রেকর্ড। যেমন শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ভারতবর্ষে অন্যান্য দিনের আক্রান্তের সংখ্যার রেকর্ড ভেঙে দিলো। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৮৭ জন।তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ৩৯৫৬ জন। মৃত্যু হয়েছে ১২০ জনের।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ১৭ মে, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০৯২৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪১০৯ জন। মৃত্যু হয়েছে ২৮৭২ জনের।
অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩৯৪৬ জন।এই মুহূর্তে দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ৩৫.০৯ শতাংশ। এদিকে ভারতে করোনা থেকে মৃত্যুহার গতকালের থেকে আজ আরও কমেছে। গতকাল মৃত্যুহার ছিল ৩.২ শতাংশ। আজ সেটা হয়েছে ৩.১৫ শতাংশ। সুস্থতার হার ক্রমাগত বাড়া ও মৃত্যুহার ক্রমাগত কমা ইতিবাচক বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তবে যেভাবে হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে আগামী দিনে আক্রান্ত ও সুস্থতার এই স্বস্তিদায়ক পরিসংখ্যান আদৌ থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।