করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫৮ হয়ে গেছে। এরই মধ্যে কলকাতার পর জেলাতেও করোনা আক্রান্তের খোঁজ মিলল। এবারও আক্রান্তের সঙ্গে স্কটল্যান্ড যোগ পাওয়া গেল। উত্তর ২৪ পরগনার হাবড়ার তরুণী কয়েকদিন আগেই স্কটল্যান্ড থেকে কলকাতায় ফিরেছেন বলে জানা গিয়েছে। বর্তমানে বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর থেকেই ওই তরুণীর পরিবারের লোকজন কেউ পর্যবেক্ষণে রাখা শুরু হয়েছে। এমনকি স্কটল্যান্ড থেকে ফেরার পর ওই তরুণী কাকার সঙ্গে সাক্ষাৎ করেছেন বা মিলিত হয়েছেন তাদের খোঁজ করা চলছে। এনিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩। প্রসঙ্গত, রাজ্যে প্রথম নবান্নের স্বরাষ্ট্র দপ্তরের আমলার ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন। তারপর বালিগঞ্জের বছর ২২ এর তরুণ করোনায় আক্রান্ত হন। তিনিও লন্ডন থেকে ফিরেছিলেন। এবার করোনায় আক্রান্ত হলেন স্কটল্যান্ড ফেরত হাবড়ার ছাত্রী।