সারাদেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। প্রতিটি রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা গতকাল প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করোনা পরিস্থিতি নিয়ে ফোন করেছিলেন। ফোনে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী কে ফোন করলেন। সূত্র থেকে জানা যাচ্ছে রাজ্যের লকডাউন ব্যবস্থা নিয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন।লকডাউন সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী চাইলে আধা-সামরিক বাহিনী পাঠাতে পারে কেন্দ্র সরকার ৷
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে তা আশ্বস্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ৷ এ রাজ্যে লকডাউন ও করোনা প্রাদুর্ভাব দেখার দেখার দায়িত্বভার দেওয়া হয়েছে বিদেশমন্ত্রীকে ৷ ফোনে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে৷ মিলেছে সহযোগিতার আশ্বাসও৷ তিনি করোনা মোকাবিলায় উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে অবগত হন ৷ শোনা যাচ্ছে, করোনা মোকাবিলায় রাজ্যের ব্যবস্থাপনায় খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ উল্লেখ্য এতদিন রাজ্যের করনা আক্রান্তের সংখ্যা ছিল 10। গতকালই একই পরিবারের 5 জন আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই রাজ্যের পরিস্থিতি আমূল বদলে গেছে।