বেশ কদিন ধরেই পশ্চিমবঙ্গে করোনাই আক্রান্তের সংখ্যা নিয়ে নানান বিতর্ক তৈরি হচ্ছে। বিরোধীরা অনেকেই অভিযোগ করছেন আসল সংখ্যা দেখাচ্ছেনা রাজ্য। সরকার ইচ্ছে করেই আক্রান্তের সংখ্যা লুকিয়ে রাখচ্ছে। আজ সমস্ত বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের সামনে রাজ্যের পরিস্থিতি সবিস্তারে বর্ণনা করে।তিনি জানান সোমবার ১২টা পর্যন্ত করোনা আক্রান্ত ৬১। এর মধ্যে ৫৫টি সাতটি পরিবারের। কালিম্পংয়ে ১টি পরিবারেই ১১ জন আক্রান্ত হন। তার মধ্যে ১ জন মারা গিয়েছেন। এরা চেন্নাই থেকে এসেছিলেন। হাওড়ায় ৮ জন আক্রান্ত, কলকাতায় ১২ জন আক্রান্ত। কম্যান্ড হাসপাতালের চিকিৎসকের পরিবার আক্রান্ত হয়েছেন।
তেহট্টের বিয়েবাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছেন। এগরায় ১১ জন আক্রান্ত। হলদিয়ায় দুজন করোনা আক্রান্ত।তিনি বলেন, রাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে তিন জনের। তবে সবথেকে আশার কথা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত। বেলেঘাটায় এখনও যে ১৭ জন ভর্তি রয়েছেন, তার মধ্যে ১২ জনের অবস্থা ভালো। ১ জনের অবস্থা একটু সিরিয়াস। অযথা রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজনীতি করা হচ্ছে। এরপরই তিনি বলেন আপাতত কোনভাবেই চা বাগান খোলা হচ্ছে না।
চা বাগানের শ্রমিকরা রীতিমত আতঙ্কে আছে। কাজেই একটু পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই চা বাগান খোলা হবে। অন্যদিকে তিনি নাম না করে বিজেপিকে একহাত নেন। তিনি বলেন অযথা ঘন্টা বাজিয়ে হাততালি দিয়ে রাস্তায় ভিড় জমানো হচ্ছে। অথচ দেশের স্বাস্থ্যের পরিস্থিতি পাল্টাতে যে উদ্যোগ দ্রুত নিয়ে প্রয়োজন তার কিছুই হচ্ছে না। এখনও পর্যাপ্ত কেন্দ্রের কাছ থেকে পিপিই পায়নি রাজ্য। মাত্র তিন হাজার পিপিই এসেছে রবিবার। আর রাজ্য অর্ডার দিয়েছি ১১ লক্ষ পিপিই। তার মধ্যে হাতে এসেছে ২ লক্ষ।