জেলা

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, আতঙ্ক বিষ্ণুপরে

করোনা আবহের মধ্যে এবার রাতের অন্ধকারে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আকুরা পাড়া এলাকায়।




স্থানীয় সূত্রে জানা গেছে, অমল চন্দ্র নামে এক ব্যক্তির বাড়ি রয়েছে সাত নম্বর ওয়ার্ডের আকুরা পাড়া এলাকায়। তবে তিনি এই বাড়িতে সব সময় থাকে না, তিনি থাকেন ওই ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায়। আর এই সুযোগকে কাজে লাগিয়েছে চোরের দল। ফাঁকা বাড়ি পেয়ে রাতের অন্ধকারে চোরেরা চুরি করে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতে বাড়ির মালিককে খবর দেওয়া হলে বাড়ির মালিক বাড়িতে এসে দেখেন গয়নাসহ ৬০ থেকে ৭০ হাজার টাকা খোয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


Loading

Leave a Reply