বিশ্ব

রানির শাস্তির মুখে পড়তে পারেন হ্যারি-মেগান

এ যেন পরমাণু বিস্ফোরণের মতোই অবস্থা ব্রিটিশ রাজপরিবারে। রাজপরিবারের সদস্য পদ ছেড়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। তাঁরা তাঁদের এই সিদ্ধান্ত a পর কার্যত হতভম্ব ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। বিশেষ সূত্রে খবর, রাজপরিবার ছেড়ে হ্যারি মেগান সাধারণ জীবনযাপনের এই সিদ্ধান্ত এখনই ঘোষণা করতে বারণ করেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কিন্তু তাঁরা তা করেননি। একরোখার মতোই সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছেন। তাই রানি তাঁদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারেন বলে শোনা যাচ্ছে। ডিউক এবং ডাচেস অব সাক্সেসের দাবি মেনে অবশেষে কীভাবে তাঁদের রাজপরিবারের আটকে রাখা যায়, তার পথ খুঁজছেন রানি, প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়ামের ঘনিষ্ঠ লোকজন।

সেখানে স্থান পেয়েছেন স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেলও। ইতিমধ্যে রাজপরিবারের সদস্য পদ ছেড়ে যাওয়ার ঘোষণা করার পর কানাডায় পাড়ি দিয়েছেন মেগান। তারপর হ্যারিও কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানা গেছে। সাধারণ মানুষের মতো জীবনযাপন কাটানোর লক্ষ্যে ব্রিটেন এবং আমেরিকায় ভাগাভাগি করে থাকতে চেয়েছেন হ্যারি মেগান। যদিও তাঁদের এই পরিকল্পনা থাকলেও তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরাই।

Loading

Leave a Reply