হয়তো ঘটনাটি কাকতালীয়। হয়তো সবকিছু নিয়ম মেনেই হয়েছে। হয়তো বা এটা হওয়ারই ছিল। কিন্তু একথা বলতেই হবে যে দিল্লি নির্বাচনের আগে কাকতালীয়ভাবে ফের ইহধামে অবতীর্ন হলেন ভগবান রামচন্দ্র। নাকি প্রার্থণার জোরে ভগবানকে ভক্তের ডাকে মর্তালোকে নেমে আসতে হয়েছে সেটা নিয়ে বিতর্ক রয়েই যাবে। কিন্তু দিল্লির নির্বাচনের মাত্র তিনদিন আগেই লোকসভায় নরেন্দ্র মোদি রাম মন্দির তৈরির ট্রাস্ট গঠন করলেন। রাম মন্দিরের ট্রাস্ট গঠন করার জন্য সুপ্রিম কোর্ট তিন মাস সময় দিয়েছিল। আর সে সময় শেষ হওয়ার আর বেশি দিন বাকিও নেই। শেষ মুহূর্তের জল্পনা কাটিয়ে নরেন্দ্র মোদি রাম মন্দির তৈরির জন্য ট্রাস্ট তৈরি করলেন।
গত বছরের ৯ নভেম্বর রাম মন্দিরের রায় ঘোষণার পর বেশ কিছুদিন কেটে গেলেও ট্রাস্ট তৈরির ব্যবস্থাপনা অবশ্য দেখা যাচ্ছিল না। মোদি জানান, মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠন করা হবে। ওই ট্রাস্টটি রাম মন্দির গঠন ও সেই সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। এখন দেখার কত দ্রুত রাম মন্দির নির্মাণ করা হয়। এখন প্রশ্ন উঠেছে দিল্লি নির্বাচনে কেজরিওয়ালকে টেক্কা দিতে তাহলে কী ফের মহাভারতের শ্রীকৃষ্ণের মতোই ভোট বৈতরণী পার হতে অদৃশ্যভাবে বিজেপির সারথী হতে চলেছেন ভগবান রামচন্দ্র! ভোটের প্রাকালে দিল্লির আনাচে-কানাচে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রবল মোদি ঝড়ে বিজেপি ভারতবর্ষে ক্ষমতায় আসে। কিন্তু তার মাস কয়েক পরেই দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের আপের কাছে পর্যদুস্ত হয়। এবার অবশ্য সেই মোদি ঝড় অনেকটাই ফিকে। আর এই মুহূর্তে দেশের একাধিক ইস্যু বিজেপির বিরোধী। এমনকি কেজরি সরকারের উপরেও দিল্লির মানুষ যথেষ্ট সন্তুষ্ট। এই মুহূর্তে কেজরিওয়ালের মোকাবিলা করতে তাহলে কি বিজেপি রামের তাস খেলতে চলেছে! এমনই জল্পনা রাজনৈতিক মহলে। তাই নির্বাচনের একেবারে দোরগোড়ায় রাম মন্দির নির্মাণের ট্রাস্টি গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা।
দিন দিন সারা বিশ্বের তাপমাত্রা বেড়ে চলেছে। উষ্ণায়নের জেরে রেকর্ড হারে গলছে হিমবাহ। আর তার অন্যতম কারণ দূষণ। এমনকী এই বিপদের জন্য অনেকটাই দায়ী প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণ নিয়ে বিপদের কথা বারবার বলা হচ্ছে শুধু মানুষ নয় প্লাস্টিক দূষণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবজন্তুও। বিভিন্ন জীবজন্তু রেহাই পাচ্ছে না প্লাস্টিকের হাত থেকে। টুইটারে ভাইরাল হওয়া একটি […]
করনা আতঙ্কে আতঙ্কিত সারাবিশ্ব। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু করোনাকে মহামারী আখ্যা দিয়েছে। ভারতবর্ষে করনা আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আশার আলো একটাই ইতিমধ্যে সাতজন কোরনা আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ আরো কয়েকজনকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে বাড়ি ফেরানো হবে। এই মুহূর্তে ভারতে করোনার অবস্থান ঠিক কেমন? ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল […]
১ কোটি ৪৮ লাখ মানুষ আজ ঠিক করে দেবে দিল্লির মসনদে আগামী পাঁচ বছরের জন্য অরবিন্দ কেজরিওয়াল ফের আসছেন নাকি মোদি ম্যাজিক দেখা যাবে। বিভিন্ন জনমত সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পুনরায় ক্ষমতা দখল করার কথা বলা হলেও বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বলছে বিজেপি ৪৫ টি আসন দখল করবে। সেই মর্মে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]