রাস্তায় হাম্প বসানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হুগলি- চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরপুর। অভিযোগ তৃণমূলীদের হাতে আক্রান্ত হয়ে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী চুঁচুড়া হাসপাতে ভর্তি। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।
জানা গেছে, স্থানীয় মানুষের বসানো হাম্প তৃণমলের বেশ কয়েকজন কর্মী ভাঙার চেষ্টা করছিল। আর সেইসময় এই কাজে বাধা দেয় বিজেপি কর্মীরা। তার থেকেই প্রথমে শুরু হয় বচসা। পরে হাতাহাতির পর্যায়ে যায় বিষয়টি।ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ। ২ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলে তারা চুঁচুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। ঘটনায় উত্তপ্ত এলাকা।