অরূপ ঘোষ, ঝাড়গ্রাম:- দীর্ঘদিন ধরে রাস্তার কাজ না হওয়ার দরুন রাস্তার মধ্যে তৈরি হয়েছে ছোট বড়ো গর্ত। সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। এমনকি বৃষ্টির দিনে ওই রাস্তায় যাতায়াত করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এলাকাবাসীর কাছে। এবার রাস্তা সারাইয়ের দাবিতে ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী গ্রামপঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসী ।সাতদিনের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে আবারও তালা ঝোলানো হবে বলে গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছে।
চন্দ্রী মোড় থেকে ভাদড়িকাটা চার কিমি রাস্তা একেবারে বেহাল অবস্থার রয়েছে।দশ বারোটি গ্রামের মানুষ নির্ভরশীল এই রাস্তার উপর হাসপাতাল, ব্যাঙ্ক, ডাক্তারখানা, গ্রামপঞ্চায়েত অফিস সহ নানা কাজে এই রাস্তার উপর দিয়ে যেতে হয় হাজারো মানুষকে নিত্য দিন।প্রধান বলেন ব্লক, জেলাপরিষদ সহ জেলা স্তরে বারে বারে রাস্তাটি তৈরি করার দাবি জানিয়ে কোন কাজ হয়নি।সাতদিনের মধ্যে কাজ না হলে গ্রামবাসীরা আবার তালা ঝোলাবেন অফিসে বলে জানিয়েছেন ।