করনা পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে নির্বাচন কমিশন চিন্তাভাবনা শুরু করছে রিমোট ভোটিং প্রক্রিয়ার জন্য। গোটা দেশ করোনার গ্রাসে। এই পরিস্থিতিতে বিহারের বিধানসভা নির্বাচন। এমনকি পশ্চিমবঙ্গেও ২০২১ এ বিধানসভা ভোট। সকলেই তাকিয়ে আছে বিহারের ভোট প্রক্রিয়ার দিকে। সংক্রমণ এড়াতে নির্বাচন কমিশন সে কারণেই রিমোট ভোটের চিন্তাভাবনা করছেন। সেই লক্ষ্যেই টেক অ্যাডভাইজারি তৈরি করেছে কমিশন।
সমগ্র বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে সংক্রমনের সংখ্যা প্রায় এক লাখ এর কাছাকাছি। সমগ্র বিশ্বের সাথে ভারতের সমস্ত রাজ্যের দ্রুত গতিতে বাড়ছে সংক্রমন। দেশে এখন পর্যন্ত ৪৬ লক্ষ ৫৯ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৭৭ হাজার ৪৭২। দেশের কোনায় কোনায় ছড়াচ্ছে সংক্রমণ। এমনকি সংক্রমণের ঊর্ধ্বগতিতে দিশেহারা স্বাস্থ্যমন্ত্রও।
প্রতিনিয়ত স্বাস্থমন্ত্রকের কর্তারা রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। করণা মোকাবিলার জন্য বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছে কি কি নিয়ম মেনে চলা যায়। এই মত অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচন বিহারের। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, এটা একটা চ্যালেঞ্জ কমিশনের কাছে। ভোটারদের সংক্রমণের হাত থেকে বাঁচিয়ে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য রিমোটের সাহায্যে ভোট করার চিন্তা-ভাবনা চলছে। ইতিমধ্যে চার সদস্যের অ্যাডভাইজারি তৈরি করেছে নির্বাচন কমিশন। আগামী দু’মাসের মধ্যে কিভাবে রিমোট সিস্টেম এর মাধ্যমে নির্বাচন পরিচালনা করা সুষ্ঠুভাবে সম্ভব হয় তার দিকেই তাকিয়ে আছে সমস্ত বিহার।