জেলা

রেশনে বেনিয়মের অভিযোগে উত্তাল বাঁকুড়ার ইন্দাস, ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ গ্রাহকদের।

লকডাউনের মধ্যেই রেশনে বেনিয়মের অভিযোগে ফের উত্তাল হল বাঁকুড়া। এবার ঘটনাস্থল জেলার ইন্দাসের হরিপুর গ্রাম। ঘটনাস্থলে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের অভিযোগ, হরিপুর গ্রামের রেশন ডিলার অমিত কুমার দাস রেশন সামগ্রী অন্যত্র লুকিয়ে রেখে দীর্ঘ দিন ধরেই গ্রাহকদের পরিমাণে কম দিচ্ছিলেন। এদিন সকালে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ওই রেশন দোকান পরিদর্শনের পর ফিরে যাওয়ার পর সংশ্লিষ্ট রেশন দোকানের মালিক তার গোপন আস্তানা থেকে রেশন সামগ্রী বেরকরেন। বিষয়টি নজরে আসে স্থানীয়দের। উত্তেজিত জনতা রেশন দোকানের মালিককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইন্দাস থানার পুলিশ ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা।



গ্রামবাসী কাশিনাথ পরিজা, কৃষ্ণা দাস মাজি, বুল্টি মাজিরা বলেন, বাড়ির মালিককে না জানিয়ে গোপনে রেশনের চাল লুকিয়ে রেখেছিলেন ওই রেশন ডিলার। বিষয়টি গ্রামের মহিলারা প্রতিবাদ করলে তাদের ওই চাল নিয়ে নেওয়ার কথা বলেন। কিন্তু তারা ওই রফাসূত্রে রাজি হয়নি। বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হচ্ছে বলে তারা জানান।শেষ পাওয়া খবরে প্রশাসনের পক্ষ থেকে ওই রেশন দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।


অনেকে বলছেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেশনে বেনিয়ম ঠেকাতে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করছেন,সেই জায়গায় দেখা যাচ্ছে তাঁর নির্দেশকে পাত্তা না দিয়ে বিভিন্ন জায়গায় রেশনে বেনিয়ম চলছে কিভাবে। কেন এই রেশন ডিলারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন না প্রশাসন তা নিয়েও ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ।


Loading

Leave a Reply