শ্যামলেন্দু গোস্বামী:- বৃহস্পতিবার খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর রেশন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল। শুক্রবার ২৪ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রেশন দোকান খোলা থাকবে দু’দফায়। প্রথমে সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ে দোকান খুলতে হবে এবং বন্ধ করতে হবে বলেও জানিয়েছে নবান্ন। তবে ২৫ মে ঈদ-উল-ফিতরে রাজ্যের সব রেশন দোকান বন্ধ থাকবে।
প্রসঙ্গত, লকডাউনের সময়ে রাজ্যে রেশন সরবরাহ নিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সরকারকে। নানা অভিযোগ ওঠার পাশাপাশি গ্রাহকদের ভিড়ে সামাজিক দূরত্বকে পাত্তা না দেওয়ারও অভিযোগ ওঠে। এবার সেটা নিশ্চিত করতেই সময় বেঁধে দেওয়া হল বলে নবান্নের দাবি। সরকার মনে করছে এবার নির্দিষ্ট সময়ে গ্রাহকরা রেশন দোকানে যেতে পারবেন। ২ বেলাই খোলা থাকার কারণে এক সঙ্গে অনেকের ভিড়ও হবে না। সামাজিক দূরত্ব রক্ষা করা যাবে। আবার বেশি ভিড় না হওয়ায় রেশন দোকান মালিকদের উপরেও চাপ অনেকটা কমবে।