রাজ্য

‘রেশন ব্যবস্থা নিয়ে রাজনীতি নয়’ ট্যুইট রাজ্যপালের

এবার রেশনিং ব্যবস্থার দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার ট্যুইট করে রেশন ব্যবস্থা নিয়ে সোচ্চার হয়ে বলেন ” করোনা ভাইরাসকে মোকাবিলা করতে মাঠে নামতে হবে। মিডিয়ার মাধ্যমে তা করা যাবে না। এখানে কোনও রাজনীতি না করাই বাঞ্ছনীয়।”


রেশনিং ব্যবস্থা নিয়ে দুর্নীতি ক্রমশই বড় হয়ে যাচ্ছে। রেশনিং ব্যবস্থাকে কোনও রাজনৈতিক দলের দখল করা একটা অপরাধ। গরিবদের জন্য রেশন ব্যবস্থা ফ্রি করা হয়েছে। রেশন ব্যবস্থা নিয়ে কালোবাজারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর।”



প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে রেশন ব্যবস্থা গরমিলের অভিযোগ আসায় খাদ্যসচিবকে ইতিমধ্যেই বদলি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এদিনের রাজ্যপালের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Loading

Leave a Reply