দেশ

লকডাউনের মধ্যে পুরীর মন্দিরে প্রবেশ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

লকডাউনের মধ্যে দেশের সমস্ত ধর্মীয় স্থান ও মন্দিরগুলি বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় নিয়মরক্ষার জন্য দেবতার আরাধনা চললেও সেখানে ভক্তপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। যাতে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে না পারেন তারজন্য অনেক জায়গায় মন্দির চত্বর ঘিরে দেওয়া হয়েছে। যদিও এই অবস্থায় ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশের অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এনিয়ে মন্দির চত্বরে চাঞ্চল্য ছড়ায়। যদিও এই অভিযোগ পাওয়ার পর ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।



জানা গিয়েছে, করোনা সংক্রমণ রুখতে সর্বত্রই সমস্ত জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। যদিও ওই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পুরীর মন্দিরে প্রবেশ করে ওই পুলিশ আধিকারিক। তিনি সপরিবারে মন্দিরে ঢুকে পড়েন। এমনকী মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী তাঁকে বাধা দিতে গেলে তিনি কোনওরকম ভ্রুক্ষেপ করেননি বলে অভিযোগ। জোর করে তিনি মন্দিরে প্রবেশ করেন। যদিও এই ঘটনার পরে ওড়িশা পুলিশ ট্যুইট করে জানিয়েছে, নিয়ম ভেঙে মন্দিরে প্রবেশের জন্য ওই পুলিশ আধিকারিক দীপক কুমার জেনাকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনা সামনে আসার পরেই পুলিস মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।



Loading

Leave a Reply