করোনার জেরে এবার লকডাউনের নোটিশ জারি করল নবান্ন। কিছুক্ষণ আগে নবান্নের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করে বিভিন্ন কথা ঘোষণা করা হয়েছে।
এক ঝলকে দেখে নেব কোন কোন জেলায় এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে নবান্ন –
১)দার্জিলিং- দার্জিলিং, কর্শিয়াঙ, শিলিগুড়ি
২) কোচবিহার- জেলা সদর শহর
৩) জলপাইগুড়ি- জেলা সদর শহর
৪) কালিম্পং- জেলা সদর শহর
৫) আলিপুরদুয়ার- জেলা সদর শহর , জয়গাঁ
কি কি বন্ধ থাকছে :-
১)গণ পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ থাকবে। শুধু ট্রেন বাস নয়, অটোরিকশ, ট্যাক্সি কিছুই চলবে না। কেবল মাত্র হাসপাতালের গাড়ি ও অ্যাম্বুলেন্স, বিমানবন্দর, স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে আসা যাওয়ার জন্য গাড়ি এবং অত্যবশকীয় পণ্য পরিবহণের জন্য গাড়ি চলবে।
২) সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, ওয়ার্কশপ বন্ধ থাকবে।
৩) বিদেশ থেকে ফেরা সমস্ত যাত্রীকে বাধ্যতামূলক ভাবে বাড়িতে কোয়ারেন্টাইন থাকতে হবে। কত দিন গৃহনজরে থাকতে হবে সে ব্যাপারে স্থানীয় স্বাস্থ্য কর্তারা পরামর্শ দেবেন।
৪) সব মানুষকে বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে। একমাত্র অপরিহার্য কোনও প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি থেকে না বেরোন।
৫) উপরি উল্লিখিত নিয়ন্ত্রণের বাইরে থাকবে সরকারি ও বেসরকারি কিছু জরুরি পরিষেবা।
সেগুলি হল—
ক) আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা, আদালত এবং সংশোধনাগার পরিষেবা।
খ) স্বাস্থ্য পরিষেবা
গ) পুলিশ, সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী
ঘ) দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর
ঙ) টেলিকম, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা
চ)ব্যাঙ্ক ও এটিএম
ছ) গণ বন্টন ব্যবস্থা, মুদি খানার দোকান, শাক সবজি, মাছ, মাংস, দুধের পরিবহণ ও বিক্রি
জ) মুদিখানার জিনিস ও খাবার বিক্রির হোম ডেলিভারি ও ইকমার্স পরিষেবা
ঝ) ওষুধের দোকান ও ওষুধ প্রস্তুত সংস্থার কাজ
ঞ) প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশাল মিডিয়া
৬) পাবলিক প্লেসে এক সঙ্গে সাত জন বা তার বেশি মানুষ জটলা করা যাবে না।
৭) কোনও ব্যক্তি এই সব নির্দেশ লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।