জেলা

লকডাউনে ছাত্র-ছাত্রীদের জন্য ক্লাসঘর চালু করল বাঁকুড়া পুলিশ প্রশাসন।

‘করোনা’ সতর্কতায় ‘লক ডাউনে’র কারণে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। একই সঙ্গে গৃহশিক্ষকরাও পঠন পাঠনের কাজ আপাতত বন্ধ রেখেছেন। সমস্যায় অগণিত ছাত্র ছাত্রী। এবার তাদের সাহায্য করতে এগিয়ে এলো বাঁকুড়া জেলা পুলিশ।জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার সহযোগীতায় এবার এলাকার ছাত্র ছাত্রীদের কথা ভেবে দৃশ্যশ্রাব্য মাধ্যমে শিক্ষাদানের কর্মসূচী শুরু হলো। এবার থেকে বাড়িতে টিভির সামনে বসেই প্রয়োজনীয় পাঠ নিতে পারবেন ছাত্র ছাত্রীরা। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ‘সোপান’ প্রকল্পে ‘লাইভ ক্লাস রুম’ অনুষ্ঠান শুরু হলো। প্রতিদিন সকাল ন’ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এই শিক্ষাদান কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। যা দেখা যাবে ৮৭১ নম্বর টিউন করে জি.টি.পিএল চ্যানেলে। এছাড়াও ৯০৬৪৩৬৬৬৮৭ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ছাত্রী ছাত্রীরা তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন।



পুলিশের এই উদ্যোগে খুশি ইন্দাস থানা এলাকার ছাত্র ছাত্রী থেকে অভিভাবক সকলেই। এবিষয়ে সপ্তম শ্রেণীর প্রত্যুষা দত্ত বলেন, লক ডাউনের কারণে স্কুল থেকে প্রাইভেট টিউশান সব বন্ধ। ইন্দাস থানা যেভাবে আমাদের পাশে দাড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয় বলেই সে জানিয়েছে। অভিভাবক অনিমা দত্তের কথায়, দীর্ঘ দিন স্কুল-প্রাইভেট টিউশান বন্ধ থাকায় অনেক ছেলে মেয়ে পড়াশুনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছিল। সেই অবস্থায় ইন্দাস থানার এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। এর ফলে এলাকার প্রতিটি ছাত্র ছাত্রী উপকৃত হবে বলে তিনি জানান।জেলার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস এবিষয়ে বলেন, লক ডাউনের সময়ে ইন্দাস থানা এলাকার ছাত্র ছাত্রীদের সমস্যার কথা ভেবে ‘সোপান’ প্রকল্পে ‘লাইভ ক্লাস রুম’ শুরু হলো। এই অনুষ্ঠান সর্বস্তরের ছাত্র ছাত্রীদের জীবনের সোপান হতে পারে বলেও তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান।

Loading

Leave a Reply