করোনার মহামারি যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। বারবার মানুষকে সচেতন করা সত্বেও একশ্রেণীর মানুষ বিপদের ব্যাপারটা উপলব্ধি করতে পারছেন না। অযথা বিভিন্ন মোড়ে মোড়ে জমায়েত দেখা যাচ্ছে। আর এই জমায়েত এড়াতে অভিনব উদ্যোগ নিল উত্তরপাড়া পৌরসভা এবং উত্তরপাড়া থানা। তাদের উদ্যোগে নজরদারি করার জন্য আকাশে ড্রোন উড়ানো হল। এই ড্রোন উত্তরপাড়া পুর এলাকা এবং কোন্ননগরপুর এলাকার উপর দিয়ে নজরদারি চালাবে ।
পুলিশ প্রশাসন এই ফুটেজ দেখে কোথায় কোথায় জমায়েত হচ্ছে কারা জমায়েত করছে তার ছবি ড্রোন থেকে সংগ্রহ করবে। যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। জানা গেছে,এদিন এই ড্রোন নজরদারি কর্মসূচি শুরু হল এবং একটি ড্রোন সবসময় আকাশে উড়ে নজরদারি চালাচ্ছে।
আগামীকাল থেকে ২ টি বা ৩ টি এই ধরনের ড্রোন আকাশে উড়বে এবং নজরদারিতে তারা ব্যস্ত থাকবে । ড্রোনের ফুটেজ থেকে প্রশাসন শনাক্তকরণের কাজ শুরু করবে। পাশাপাশি লকডাউনে আইন ভাঙ্গায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।