করোনা আবহাওয়া গোটা দেশ একপ্রকার গৃহবন্দী। 24 শে মার্চ থেকে শুরু হয়েছে এই লকডাউন। আর এর জেরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তবুও টিকে থাকার লড়াইয়ে শামিল হয়েছে মানুষ। এই সময় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চিন্তা শুরু হয়েছে। সকলেই যখন নানান চিন্তায় জর্জরিত তখনই এক অন্যরকমের ঘটনা ঘটলো ব্যাঙ্গালুরুতে। এখানকার এক ব্যক্তির স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন, তিনি অভিযোগ পত্র লিখেছেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে তার স্বামী স্নান করেননি।
সারাদিনে বহুবার তার সাথে সঙ্গম করছে। তার বাড়িতে ন বছরের এক শিশু আছে। কখনো কখনো ওই শিশুর চোখের সামনে স্ত্রীকে সঙ্গমে মিলিত হতে বাধ্য করছেন। সারাদিনে অসংখ্যবার মিলিত হওয়ার ফলে ক্লান্ত হয়ে পড়ছেন স্ত্রী। তাই বাধ্য হয়েছেন থানায় অভিযোগ করতে। পুলিশ অবশ্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেনি। তাকে মনোবিদের কাছে পাঠিয়েছেন। একটানা লকডাউনে তার মানসিক বিকৃতি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।