ফিচার

লকডাউনে বাড়িতে সুখ শান্তি ফিরে আসার জন্য, লাফিং বুদ্ধ বাড়ির যে স্থানে রাখবেন।

লাফিং বুদ্ধ। যার মাধ্যমে বাড়িতে সৌভাগ্য এবং সমৃদ্ধি ফিরে আসে বলে মনে করা হয়। তবে এই লাফিং বুদ্ধ নির্দিষ্ট জায়গায় রাখলে আপনি যেমন সৌভাগ্য লাভ করবেন, ঠিক তেমনই ভিন্ন জায়গায় রাখলে এর ফল বিপরীত হতে পারে। এমনই আশঙ্কা করেছেন বহু বাস্তু শাস্ত্রবিদ। জেনে নিন সৌভাগ্য ফেরানোর জন্য লাফিং বুদ্ধ কে আপনি কোন জায়গায় রাখবেন। গৃহে শান্তির জন্য লাফিং বুদ্ধকে রাখা উচিত পূর্বদিকে। ফলে বাড়িতে যেমন শান্তি বৃদ্ধি হয় তেমনি পরিবারের সকল সদস্যের মধ্যে সদ্ভাব বজায় থাকে। বাড়ির কোন ব্যক্তি যদি চাকরি পেতে দেরি হয়, তবে লাফিং বুদ্ধ রাখুন দক্ষিণ-পূর্ব দিকে।

চাকরির ক্ষেত্রে সৌভাগ্য ফেরে বলে দাবি করেছেন অনেক বাস্তুশাস্ত্র বিদ্যা। এমনকি চাকরি বা বিভিন্ন কর্ম ক্ষেত্রে আপনি চোখের সামনে লাফিং বুদ্ধ রাখলে আপনার মন সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এবং কর্মক্ষেত্রের উন্নতি সাধন হবে। কোনো রকম কোনো সমস্যা কাটাতে দুই হাত উপর দিকে তোলা লাফিং বুদ্ধ বিশেষ ফল দিয়ে থাকে। লাফিং বুদ্ধের সাথে কোন বাচ্চা খেলছে এরকম মূর্তি থাকলে তা আপনি বাড়িতে রাখলে সন্তান লাভ হয়। তাই আর দেরি না করে বাজার থেকে অথবা অনলাইনে কিনে নিন লাফিং বুদ্ধর মূর্তি। আর পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভ করুন।

Loading

Leave a Reply