ভিডিও

লকডাউনে বাড়িতে বসে বিরাটের চুল কেটে দিচ্ছেন অনুষ্কা, ভিডিও পোস্ট সেলিব্রিটি দম্পতির।

করোনা ভাইরাস এর জেরে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। সাধারণ দিনমজুর থেকে সিনেমা বা ক্রীড়া জগতের তারকা সকলেই বর্তমানে গৃহবন্দি। অপ্রত্যাশিত এই অবসর পেয়ে কার্যত ঘড়ির কাঁটা যেন থমকে গিয়েছে ক্রিকেটার থেকে তারকাদের। একই পরিস্থিতি ভারত অধিনায়ক বিরাট কোহলির। কিছু ঠিকঠাক থাকলে এই মুহূর্তে আইপিএলে পারফর্ম করতেন বিরাটরা। কিন্তু লকডাউনের জেরে গৃহবন্দি বিরাট।

অবসরে অনুষ্কা শর্মা সাথেই সময় কাটাচ্ছেন ভারতের অধিনায়ক। বাড়িতে বসে তাঁদের অবসরের ছবি ধরা পড়েছে অনুষ্কার ইনস্টাগ্রাম পোস্ট থেকে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিরাট এর চুল কেটে দিচ্ছেন বলিউডের তারকা অভিনেত্রী অনুষ্কা। রীতিমতো পেশাদার হেয়ার স্টাইলিস্ট এর মতোই তিনি কাঁচি চালাচ্ছেন বিরাটের চুলে। তবে ব্যাপারটা বেশ উপভোগ করছেন বিরাটও। তিনি লিখেছেন, রান্নাঘরের কাঁচি দিয়ে অনুষ্কা দারুন চুল কাটছে। এটা একটা আলাদা অনুভূতি। ঘরে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অনেকেরই নানা রকম অনুভূতি হচ্ছে। আমিও তার মধ্যে একজন আপনারাও আমাদের মতো বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। জীবনকে উপভোগ করুন।

Loading

Leave a Reply