দেশ

লকডাউনে বিদ্যুৎ দপ্তরকে নয়া নির্দেশ কেন্দ্রে, কি সেই নির্দেশ দেখে নিন

লকডাউনের কথা মাথায় রেখে মোদি সরকার এবার বিদ্যুত কোম্পানির জন্য আর্থিক প্যাকেজ জারি করেছে। ২৪ ঘণ্টা বিদ্যুত সাপ্লাই দিতে হবে আর বিল মেটাতে দেরি হলে কোন ফাইনও নেওয়া হবেনা। সরকারের তরফ থেকে জারি বয়ানে বলা হয়েছে যে, বিদ্যুত উপভোক্তারা আগামী তিন মাস বিদ্যুতের বিল ভরতে সক্ষম নাও হতে পারে। এই কারণে কোম্পানি গুলো আর্থিক দিক থেকে ভেঙে পড়বে, সেই কারণে বিদ্যুত মন্ত্রালয় আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে।

করোনা ভাইরাসের কারণে দেশে ২১ দিনের লকডাউন জারি আছে। যেই কারণে দেশে ব্যাবসা ভেঙে পড়বে। কোম্পানি গুলো আর্থিক দিক থেকে ভেঙে পড়বে। এরজন্য সরকার বিগত তিন দিনে অনেক বড় পদক্ষেপ নিয়েছে। সরকার বিনামূল্যে রেশন থেকে শুরু করে হোম লোন, কার লোন আর ক্রেডিট কার্ডের ইএমআই ভরার জন্য অনেক ছাড়ের ঘোষণা করেছে। বিদ্যুত ডিস্ট্রিবিউশন কোম্পানি গুলোর উপর লেট চার্জ ধার্য করবে না। বিদ্যুত কোম্পানি গুলো গ্রাহকদের কাছ থেকে লেট চার্জ আর পেনাল্টি নেওয়া হবে না। যদি। সময়ে বিল না মেটাতে পারে তাহলে মানুষের কাছ থেকে ফাইন নেওয়া হবেনা। আর এই পদক্ষেপের মধ্যে সরকার ২৪ ঘণ্টা বিদ্যুত সরবরাহ করার লক্ষ্যও রেখেছে।

Loading

Leave a Reply