দেশ

লকডাউনে যে দেশের অর্থনীতি ভেঙে পড়বে তা স্বীকার করলেন প্রধানমন্ত্রী।

করোনার জেরে স্তব্ধ হয়ে গেছে দেশ। কয়েকদিন আগেই এই পরিস্থিতে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিনই তিনি জনতার কার্ফু ডাক দেন গত রবিবার। তারপর থেকেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন। আজ পুনরায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনতার কার্ফু সফল করার জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন শুধু ভারত বর্ষ নয় বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ কাবু।ঘরে থাকায় একমাত্র উপায়।

আজ রাত বারোটা থেকে পুরো দেশ পূর্ণ লকডাউন থাকবে। দেশকে বাঁচাতে, আপনাকে বাঁচাতে আপনার পরিবারকে বাঁচাতে, সমস্ত দেশ বাসী যদি না মানে তাহলে বড় বিপদ। বারোটার পর থেকেই ভারতবর্ষের কোথাও কোনো প্রান্তে কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। প্রধানমন্ত্রী করজোড়ে দেশবাসীর উদ্দেশ্যে প্রার্থনা করেন। করোনার বিরুদ্ধে এই কঠিন পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল বলেই প্রধানমন্ত্রী মনে করেন।

লকডাউন চলবে ২১ দিন।২১ দিন এটা না মানলে ২১ বছর পিছিয়ে যেতে হবে। অর্থনীতি এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলেও স্বীকার করেন প্রধানমন্ত্রী। কিন্তু দেশকে বাঁচাতে এছাড়া কোনো উপায় ছিল না। জনতার কার্ফিউ থেকে এই কারফু অনেক বেশি কঠিন বলেও মোদীজি জানান। তিনি পরিষ্কার বলে দেন দেশবাসীর জেনে রাখা ভালো এটি একটি কঠিন কার্ফু।অর্থনৈতিক মূল্য চোকাতে হবে দেশবাসীকে বলে বর্ণনা করেন তিনি। যে যেখানে আছেন সেখানেই থাকুন দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর আবেদন। অন্ধবিশ্বাস থেকে দূরে থাকার আহ্বান। দেশবাসীকে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ মেনে চলার অনুরোধ।

Loading

Leave a Reply