রাজ্য

লকডাউনে স্বস্তির খবর বাংলায়, বিদ্যুতের বিলে বড়সড় সিদ্ধান্ত বিদ্যুৎ দপ্তরের। কি সেই সিদ্ধান্ত দেখে নিন…

করোনা মোকাবিলায় ফের বড় সিদ্ধান্ত নিল রাজ্য। এবার বড়োসড়ো সিদ্ধান্ত নিল রাজ্য বিদ্যুৎ দপ্তর বন্টন দপ্তর। মার্চ মাসের শেষে বা এপ্রিলের প্রথমে গত ফেব্রুয়ারি মাসে ধার্য বিদ্যুতের বিল জমা না দিলেও লাইন কাটা হবে না। শুধু তাই নয়, ৩০ এপ্রিলের মধ্যে যদি কেউ বিল জমা দেয়, সেক্ষেত্রেও কোনও সুদ বা জরিমানাও চাইবে না বিদ্যুৎ দপ্তর। বুধবার এ খবর জানিয়েছে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

মন্ত্রী জানান, করোনা সংক্রমণের ভয়ে বাড়ি বাড়ি মিটার রিডিং নিতে যেতে পারছেন না বিদ্যুৎকর্মীরা। অনেক ক্ষেত্রে গ্রাহকরাই বাইরের লোক হিসাবে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বাড়িতে ঢুকতেই দিচ্ছেন না। তাই বিদ্যুতের বিল মেটানোর ক্ষেত্রে এক নতুন পন্থা নিয়েছে বিদ্যুৎ দপ্তর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গত মাসের বিল হিসাবে ২০১৯ সালের মার্চ মাসের রিডিং দিয়েই গ্রাহকদের বাড়ি বাড়ি পাঠানো হবে। তবে লকডাউন ওঠার পর যদি দেখা যায় মার্চ মাসের রিডিং গত বছরের তুলনায় কম, তাহলে পুরোটা মিলিয়ে নিয়েই গ্রাহককে সামগ্রিক সুবিধা দেওয়া হবে।

Loading

Leave a Reply