দেশ রাজ্য

লকডাউন করা হল মুম্বই, গুজরাত, রাজস্থান, বাংলাকেও লকডাউন করার দাবি

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এর জেরে ক্রমশ আতঙ্কিত হয়ে পড়ছেন দেশের মানুষ। এদিকে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়তে থাকায় আজ থেকে ৩১ মার্চ অবধি লকডাউন ঘোষণা করল রাজস্থান সরকার। গুজরাতেও ২৫ মার্চ অবধি লকডাউন থাকবে সুরাট, আহমেদাবাদ, ভদোদরা ও শহর। অন্যদিকে আগামী ২৩ মার্চ থেকে পুদুচেরিতে জারি হবে ১৪৪ ধারা। এছাড়া বাণিজ্য নগরী মুম্বই ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হল।

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে শনিবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩২৫ জন হয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ১০০ ছাপিয়ে গেছে। সংক্রমণের নিরিখে শীর্ষেই রয়েছে মহারাষ্ট্র, তারপরে কেরল, উত্তরপ্রদেশ। ৩১ মার্চ অবধি রাজ্যস্থানে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি হবে না। কাঁচা আনাজ, দুধ ও ওষুধের দোকান খোলাই থাকবে। গুজরাটের সব শহরে না হলেও রাজকোট, আহমেদাবাদ, সুরাট ও ভদোদরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে চার হয়েছে। রাজ্য সরকার সচেতনতায় যথেষ্ট তৎপর হলেও এরাজ্যেও লকডাউন ঘোষণা করা হোক। এমনটাই চাইছেন রাজ্যের মানুষ।

Loading

Leave a Reply