জেলা দেশ রাজ্য

লকডাউন কাটার আগেই রতন কাহারের অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পাঠালেন বাদশা

‘বড়ো লোকের বেটি লো’ অন্যভাবে বাজারে আসতেই হিট হয়। আর তার পরেই বাদশার নামে গান চুরির অভিযোগ ওঠে। তারপরই বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, রীতিমতো নেট ঘেঁটে বাদশা রতন কাহার সম্পর্কে জানতে পারেন। তাঁকে নিয়ে যে তথ্যচিত্র রয়েছে, সেটাও দেখেন। তারপরই তিনি নিজে গিয়ে রতন কাহারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। লকডাউনের জেরে তা সম্ভব না হলেও ভিডিও কলে রতন কাহারের সঙ্গে কথা বলেন বাদশা। গেন্দাফুল গান নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা নিয়ে কথা বলার পাশাপাশি বাংলার এই লোকগীতি শিল্পীর কাছ থেকে গানও শুনতে চান বলিউড গায়ক।

যা শুনে মুগ্ধ হয়ে বাদশা নিজেই রতন কাহারের আরও বেশকিছু গান নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন।যদিও সেই সময় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। বীরভূমের লোকশিল্পীকে ৫ লক্ষ টাকা পাঠালেন বাদশা। লকডাউন কাটার আগেই টাকা পৌঁছে গেল রতন কাহারের অ্যাকাউন্টে।পাশাপাশি বাদশা প্রতিশ্রুতি দিয়েছিলেন, রতন কাহারের পাশাপাশি তাঁর নাতি-নাতনির পড়াশোনার জন্যেও আর্থিক সাহায্যে করবেন।

Loading

Leave a Reply