রাজ্যের মানুষ সঠিকভাবে রেশন পাচ্ছেন না, এই প্রতিবাদ জানিয়ে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভ করছিলেন সিপিআইএম নেতারা। উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম,বিমান বসু,সূর্যকান্ত মিশ্ররা। সেই স্থানে পৌঁছায় পুলিশ এবং তাঁদের বাড়ি ফিরে যেতে বলে। সিপিআইএমের পক্ষ থকে কালোবাজারি বন্ধ করে ন্যায্য রেশন প্রদানের পাশাপাশি করোনা সম্পর্কিত সঠিক তথ্য প্রকাশের দাবি করা হয়।পরে সরকারি বিধিভঙ্গের অভিযোগে পুলিশ তাঁদের আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেয় পুলিশ।
এই বিষয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন “যে সরকার গরীবের পেটের ভাত দিতে পারে না, খাদ্য- অর্থের সংস্থান করতে পারে না, তাদের পক্ষেই বিমান বসুর মতো নেতাকে গ্রেপ্তার করার মতো ঘটনার ধিক্কার জানাওর ভাষা নেই। আসলে শাসকদলের এটাই রীতি।
অন্যদিকে সারাদেশ যখন করোনা ইস্যুতে গৃহবন্দি, এই সংকটের মুহূর্তে বামেদের এই সংঘবদ্ধ বিক্ষোভ কর্মসূচি ঘিরে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।