দেশ রাজ্য

লকডাউন বাড়ানো নিয়ে মোদিকে কী বললেন মমতা, দেখুন…

শ্যামলেন্দু গোস্বামীঃ- সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণে দেশের সার্বিক ছবিটাও উঠে এল এই বৈঠকে। সূত্রের খবর, বেশিরভাগ রাজ্যই অনুরোধ করেছেন লকডাউন যাতে অন্তত আরও ১৫ দিন বাড়ে। অনুরোধ করেন অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে। একই অনুরোধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, তরফেও।

ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে করোনা ভাইরাসে৪। মৃত্যুর সংখ্যাও ক্রমশ ঊর্ধমুখী। এই আশঙ্কাজনক পরিস্থিতেই শনিবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শুরুতেই বলেন, “এটা কাঁধে কাঁধে মিলিয়ে সামিল হওয়ার লড়াই। এই লড়াইয়ে সপ্তাহের সাতদিনই চব্বিশ ঘণ্টার জন্যে আমাকে পাওয়া যাবে।” এরপরেই একটি ভিডিও প্রেজেন্টেশান দেন স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীদের সঙ্গে একে একে কথা বলতে শুরু করেন প্রধানমন্ত্রী।

Loading

Leave a Reply