দেশ

লকডাউন ভাঙলেই ঘরে আটকে রেখে বারবার মাসাকালি ২.০ গানটি শোনাচ্ছে জয়পুর পুলিশ, সবক শেখাতে অভিনব পন্থা

লকডাউনের মেয়াদ বাড়লেও দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন ভাঙার প্রবণতা কমছে না আম আদমির। অপ্রয়োজনে বাইরে বের হওয়া আটকাতে হিমশিম খেতে হচ্ছে পুলিসকে। এবার রাজস্থানের জয়পুরে আইন ভঙ্গকারীদের সবক শেখাতে অভিনব উদ্যোগ নিল পুলিশ। রুলের বাড়ি নয়, গ্রেপ্তারও নয়, লকডাউন ভাঙলে আইন ভঙ্গকারীদের আটকে রেখে বারবার মাসাকালি ২.০ গানটি শোনাচ্ছে পুলিশ। সোশ্যাল মিডিয়্যার মাধ্যমেও সতর্ক করছে পুলিশ। প্রসঙ্গত, ২০০৯ সালে দিল্লি-৬ সিনেমাতে এ আর রহমানের লেখা মাসাকালি গানটি খুব জনপ্রিয় হয়েছিল।



গানটি গেয়েছিলেন মোহিত চৌহান। সম্প্রতি গানটি রিমিক্স করা হয়েছে। গানটির নাম দেওয়া হয়েছে মাসাকালি ২.০। এবিষয়ে এআর রহমান সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। যদিও রিমিক্স গানটির প্রশংসা করেছে পুলিশ। কারণ এই গানের কথাগুলি লকডাউনে মানুষকে সতর্ক করতে কার্যকর বলে মনে করছে পুলিশ। কারণ গানের কথাতে রয়েছে, মত উড়িও, তু ডরিও…না কর মনমানি মনমানি…ঘর পে হি রহিও, না কর নাদানি। জয়পুর পুলিশের তরফে তাদের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে শহরবাসীকে সচেতন করে লিখেছে, অকারণে আপনারা যদি ঘুরে বেড়ান তাহলে আপনাদের একটা ঘরে বন্দি করে মাসাকালি ২.০ গানটি শোনানো হবে। এনিয়ে ব্যঙ্গ চিত্রও পোস্ট করেছে পুলিশ। এদিকে পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ।


Loading

Leave a Reply