করোনা ত্রাসে গোটা বিশ্বের পাশাপাশি বিপর্যয় নেমে এসেছে ভারতবর্ষেও। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে করোনা মোকাবিলায় লকডাউন চললেও বারবার তা ভাঙার প্রবণতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ায় এখনও বন্ধ দোকানপাট। বন্ধ পরিবহণ, কল কারখানা। মানুষকে গৃহবন্দি থাকার পরামর্শ দিচ্ছেন সকলেই। কিন্তু এমন পরিস্থিতিতে লকডাউন ভেঙে ভয়ঙ্কর চিত্র দেখা গেল তামিলনাড়ুর মাদুরাইতে। সেখানে একটি ষাঁড়ের মৃত্যু হওয়ার পর, লকডাউন শিকেয় তুলে ষাঁড়ের শেষকৃত্যে যোগ দিতে মানুষের ঢল নামল। শয়ে শয়ে মানুষ জাল্লিকাট্টু ষাঁড়ের শেষকৃত্যে যোগ দিতে এলেন।
লাভ টাউন চলাকালীন ষাঁড়ের শেষকৃত্যে যোগ দিতে এত মানুষের ভিড়ের চেহারা যথেষ্ট উদ্বেগজনক। প্রসঙ্গত তামিলনাড়ুর একটি জনপ্রিয় খেলা হল জাল্লিকাট্টু। অর্থাৎ ষাড়ের লড়াই। ষাঁড়ের লড়াই দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয়। তামিলনাড়ুতে এই জাল্লিকাট্টুর রীতি বহু প্রাচীন। সেরকমই একটি ষাঁড়ের মৃত্যুতে শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য এত মানুষের ঢল চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। জানা গেছে, ওই শেষকৃত্যে যোগ দেওয়া সকলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে বারবার লকডাউন ভাঙার প্রবণতা ঘিরে চিন্তা বাড়ছেই।