অরূপ ঘোষ, ঝাড়গ্রাম:-করোনা ভাইরাস মোকাবিলার জন্য সরকারি নির্দেশিকার পরে দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা,রাস্তাঘাট জনশূন্য,মানুষ গৃহবন্দী। সরকারি নির্দেশিকায় দেশের সাধারন মানুষদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে। কিছু কিছু মানুষ আবার প্রশাসনের নির্দেশিকা কে তোয়াক্কা না করে রাস্তায় বের হচ্ছেন প্রতিনিয়ত।সেই সব মানুষদের সচেতন করতে উদ্যোগী জেলা পুলিশ ও বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে চলছে নাকা চেকিং।
তার জেরে রবিবার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রামে চলছে নাকা চেকিং। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের মাঝেও যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত মিলিয়ে কাজ করছে পুলিশ, জেলা প্রশাসন সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। যারা বাড়ি থেকে বেরোচ্ছেন কি কারনে বেরোচ্ছেন, মাস্ক পরে বেরোচ্ছেন কি না তা দেখা হচ্ছে। গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় এই চেকিং হয়।